সারাদেশ

আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

শফিক স্বপন, মাদারীপুর: ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে শিমুলিয়া ও জাজিরা নৌরুটে জাজিরার মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। ২৮ এপ্রিলের মধ্যে নতুন ঘাটটি চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। এছাড়া এ নৌরুটে দুর্ভোগ লাগবে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট পরিদর্শনে এসে বলেন, পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে বাংলাবাজার ঘাটটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে। ঈদে ঘরমুখী মানুষের চাপ মোকাবিলা করার জন্য ওই ঘাট থেকে রাতে কয়েক দিন ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিকল্প জাজিরা ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণ করা হবে ২৮ এপ্রিলের মধ্যে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া নদী বন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন বলেন, মানুষের দুর্ভোগ লাগবে মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ চলমান রয়েছে। আগামী ২৮ এপ্রিল ঘাটটি চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া ১৫৩টি সিবোট চলাচল করবে। এতে যদি কিছুটা দুর্ভোগ কমে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন বর্তমানে ৬টি ফেরি চলাচল করছে। ঈদকে সামনে রেখে আরও দু-তিনটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ স্বল্প সংখ্যক ফেরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অনেক কষ্টসাধ্য। তার পরেও যদি ১০টি ফেরি চলাচল করে তা হলে বেশি একটা চাপ হবে না। যদি এর কম হয় তা হলে দুর্ভোগ হতে পারে।

আরও পড়ুন: আশা করছি সবার ভালো লাগবে

ফেরি, নাব্যতা ও ঘাট সংকটে রয়েছে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিঘাট। পদ্মা পাড়ের অপেক্ষায় মহাসড়কে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যানবাহনের ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট নানা সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। এ সংকট নিরসন না হলে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি রয়েছে। ইঞ্জিনসহ বিভিন্ন ত্রুটি দেখা দেওয়ার কারণে ৩টি রো রো ফেরি, ২টি ইউটিলিটি ফেরি বিকল রয়েছে। এর মধ্যে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজ চলছে ফেরি মাধবীলতা আর নারায়ণগঞ্জ ডর্কইয়ার্ডে পাঠানো হয়েছে ভাষাসৈনিক গোলাম মাওলা, শাহ্ আলী, শাহ্ পরান ও শাপলা-শালুক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা