বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার ও নেকমরদ সাপ্তাহিক হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন : বিএনপিকে নির্বাচনে আনার প্রস্তাব দিইনি
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান আলী, ভুক্তভোগী ইউনুস আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা সাজিদ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি ও গণমাধ্যম কর্মীরা।
ভাইস-চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমি দায়িত্ব পাওয়ার ৬ মাস পর জানতে পাই যে, হাটে অতিরিক্ত টোল আদায় হচ্ছে। কিন্তু করোনাকালীন এর প্রতিবাদ করা হয়নি। নতুন বছরের শুরুতেই যেহেতু সেভাবে টোল আদায় করা হচ্ছে। তাই মানববন্ধন ও প্রতিবাদ করা হচ্ছে।
আরও পড়ুন : ৩ দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া
এ ব্যাপারে নেকমরদ হাট ইজারাদার আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের বলেন, জেলার সকল হাট বাজারে যেহারে টোল আদায় করা হচ্ছে। আমার হাটেও একই নিয়মে টোল আদায় করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, অনিয়মের কোন তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমকেএইচ