সারাদেশ

কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সদরের কুন্দুপুকুর মাজারস্থ কবর থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

বুধবার (২০ এপ্রিল) ফজরের নামাজের সময় মাজার মসজিদের মসল্লিদের (নামাজী) নজরে এলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কুন্দপুকুর মাজার সংলগ্ন কবরস্থানে ওই দিন সকালে ১৬টি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে ওই রাতেই এসব কবর থেকে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

ওই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আশরাফুল হক (১৯) বলেন,‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম শেয়াল কুকুর খুঁড়েছে। পরে দেখতে পাই বেশ কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে, অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৭টি কবর খোঁড়া হয়েছে।’

নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৬) বলেন, ‘একবছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাজতি আরিফা (১২) মারা গেলে তাকে সেখানে দাফন দেওয়া হয়। আজ সকালে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি কবরটি খোঁড়া হয়েছে। কিন্তু তার কঙ্কালটি নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’

আরও পড়ুন: ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৬) বলেন, ‘আমার বড়ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে না।দুর্বৃত্তরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। স্থানীয়দের খবরে, পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।’ তিনি জানান, ওই ১৭টির মধ্যে ১২ বছরের একটি মেয়ের কবর খোঁড়া হলেও তার কঙ্কাল নিয়ে যাইনি।

কুন্দপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছেন, মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে সেটি না দেখে বলা সম্ভব না।’

তিনি বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্য মতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।’

আরও পড়ুন: আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বাঁচল...

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ বলেন, ‘সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই কবরের দাবিদাররা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কঙ্কাল চুরি গেছে এমন কেউ কিছু বলেননি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও কেউ করেননি।’ এরই প্রেক্ষিতে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা