রবিবার, ২০ এপ্রিল ২০২৫
ঈশ্বরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
সারাদেশ প্রকাশিত ১৮ এপ্রিল ২০২২ ১৩:০৯
সর্বশেষ আপডেট ১৮ এপ্রিল ২০২২ ১৩:০৯

ঈশ্বরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

এহসানুল হক (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর আনন্দময় করে তুলতে এরই মধ্যে নতুন পোশাক কেনাকাটা শুরু করে দিয়েছেন ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ। শপিংমল ও মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

আরও পড়ুন : খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল

বিক্রেতারা বলছেন, এখন যারা মার্কেটে আসছেন তাদের অধিকাংশই ভিড় এড়াতে আগাম কেনাকাটা করছেন।

করোনা সংক্রমণের কারণে দুই বছর কঠোর বিধিনিষেধে ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবন। করোনার আঘাতে ম্লান হয়ে যায় ঈদের আনন্দও।

এ বছর করোনা প্রাদুর্ভাব কমে যাওয়ায় জীবনযাত্রায় ফিরেছে স্বাভাবিক ছন্দ। বিধিনিষেধ না থাকায় আগেভাগে কেনাকাটা জমে উঠতে শুরু করেছে ঈশ্বরগঞ্জের বিভিন্ন বিপণিবিতানে। কয়েকদিন গেলে বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন দোকানিরা।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

উপজেলার প্রাণকেন্দ্র ঈশ্বরগঞ্জ পৌর বাজারে বিপণিবিতানসহ উপজেলার বিভিন্ন বাজারের মার্কেটে দেখা গেছে, ক্রেতাদের বাড়তি ভিড়। তারা পছন্দের জামাকাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে দেখছেন। ঈদে নতুন কী পোশাক এসেছে, তা-ও দেখতে এসেছেন অনেকে। ফুটপাতে কেনাকাটা করছেন নিম্ন আয়ের মানুষ।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিবছর ঈদের কয়েকদিন আগে দোকানে অনেক ভিড় থাকে। এবার একটু আগেভাগে কেনাকাটা শুরু হয়েছে। ক্রেতারা জানান, সব পোশাকের দাম কিছুটা বেশি।

আরও পড়ুন : বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

ঈদকে সমানে রেখে প্রতিটি বিপণিবিতানে পোশাকের ব্যাপক সমারোহ দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশন তারা রেখেছেন। তবে গরমে সুতি কাপড়ের চাহিদা বেশি থাকায় সুতি কালেকশন বেশি রয়েছে।

আরও পড়ুন : তারা ক্ষমতায় চিরদিন থাকতে চায়

উপজেলার পৌর বাজারের সৌখিন বস্ত্রালয়ের মালিক আমান উল্লাহ বলেন, ক্রেতাদের পছন্দ ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদ কালেকশন করা হয়েছে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, অনেকে কিনছেনও।

তিনি আরও জানান, এখন দিন যাবে আর ভিড় বাড়বে। আমরা আশাবাদী এবার ঈদে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বেচাকেনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্র...

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ইন্টারপোলে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে...

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়...

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা