স্টাফ রিপোর্টার: রোববার ( ১৭ এপ্রিল ) ঠাকুরগাঁও এর কৃতিসন্তান, পীরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মুক্তিযোদ্ধা ডাঃ সুজাউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী।
আরও পড়ুন: পাকিস্তানের নতুন স্পিকার পারভেজ আশরাফ
দেশকে পাক হানাদার মুক্ত করে স্বাধীন করার লক্ষে ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সংঘটিত করার সময় পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। বরেণ্য এই শহীদ বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ এবং চিকিৎসক ডা. সুজাউদ্দিন আহমেদ তৎকালিন ঠাকুরগাঁও মহকুমা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। মরহুমের মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন, তার জামাতা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক ও বোর্ড অব ট্রাস্ট্রিজের মেম্বার আলহাজ্ব মো. জাকির হোসেন মুন্সী (চেয়ারম্যান) এবং কন্যা পারভীন হোসেন।
জাকির হোসেন মুন্সী বলেন, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুলফেরদৌস দান করেন, আমিন।
সাননিউজ/এমআরএস