জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর চাঞ্চল্যকর বাবা-মেয়ে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আরও পড়ুন : রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার
শনিবার ( ১৬ এপ্রিল) দুপুরে ভাটারা-মাদারগঞ্জ প্রধান সড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা খোদেজা বেগম, নিহতের স্ত্রী রোকেয়া বেগম, আনিছুর রহমান ও ফজলুল হক।
এ সময় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, বাবা-মেয়ে হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করছে না। মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে যে কোন সময় বাদী পক্ষের লোকজন হত্যার শিকার হতে পারে। মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে হত্যা মামলার আসামীরা।
আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধে গত ২৯ মার্চ সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বাউসি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আজিজের বাড়ীতে হামলা চালায় তার ভাই আজাহার আলী। এ সময় ৫ বছর বয়সী একমাত্র কন্যা জান্নাতকে নিয়ে নিখোঁজ হন প্রবাসী আব্দুল আজিজ।
আরও পড়ুন : প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান
দুইদিন পর স্থানীয় কৃষ্ণপুর ব্রীজ এলাকার ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ২৮ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সান নিউজ/এইচএন