মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গোপন সংবাদের ডিবি পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক মামলার আসামি শিউলি বেগম (৪৪)কে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখার এলাকার মৃত ওফিজ উদ্দিন সরকারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ী শিউলি বেগমকে গ্রেফতার করেছে করা হয়। তবে এ সময় সাথে থাকা শিউলির ভাই বাবু সরকার ৯ মাদক মামলা আসামি পালিয়ে যায়।
গ্রেফতার শিউলি বেগম মুন্সীগঞ্জ পৌরসভার বৈখার এলাকার (পশ্চিম পাড়া) মৃত আবু কায়েশ লিটনের স্বামী ও একই এলকার মৃত ওফিজ উদ্দিন সরকারের মেঝো মেয়ে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার
এ বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাজাসহ শিউলিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে শিউলি বেগম এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি।
তিনি আরও জানান, শিউলি বেগম ৬ টি মামলার পলাতক আসামি। এ সময় তার ভাই বাবু পালিয়ে যায়। বাবুর বিরুদ্ধে ৯ টি মাদক এবং অন্যান্য মামলা রয়েছে। শিউলি বেগমের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
সান নিউজ/এমকেএইচ