মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে আগুনে পুড়ে ছাই হল নয়টি পরিবারের বসত বাড়ির ১১ টি ঘর এবং মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র। আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন শতবর্ষী বৃদ্ধা গুলজান বেগম (১০৫)।
আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়দের দাবি।
খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নগদ টাকা, আসবাবপত্র, জমির কাগজপত্র, স্বর্ণের গহনা, ফসলাদিসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছ।
এলাকাবাসী জানান, শুক্রবার ৩টার দিকে বৈশাখের প্রচণ্ড তপ্ত অগ্নিঝরা বিকালে গোখাদ্য খড় ব্যবসায়ী আবু বক্কারের খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে ১১টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় গুলজান বেগম (১০৫) আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যান।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সান নিউজ/এমকেএইচ