বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে একাধিক ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার
করোনকালীন বিজয় দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত হয় "বশেমুরবিপ্রবি প্রেসক্লাব -বাংলাদেশ সারাবেলা বিজয় দিবস ফটো কন্টেস্ট শিরোনামে এক প্রতিযোগিতা।
এছাড়া "বঙ্গবন্ধু ও বাংলাদেশ বই পাঠ " প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মোট ১৩ জন বিজয়ীর মাঝে পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
আরও পড়ুন : ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না
এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আবু সালেহ,বিশ্ববিদ্যালয়ের ১৮ টি সংগঠন এর প্রতিনিধি, ১৩ জন বিজয়ী (বিভিন্ন প্রতিযোগিতার) ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন