মো: কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার: ভোলা জেলার দ্বীপ মনপুরা উপজেলায় মাহে রমজানকে উদ্দেশ্য করে নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে রাখতে ও মেয়াদ উত্তীর্ণ পণ্য নিরসনে মাঠে তৎপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
তিনি বাজার ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেন। বুধবার (১৩ এপ্রিল) মনপুরার বাংলা বাজার ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬০০০/টাকা জরিমানা করা হয়।
এছাড়া ১১ এপ্রিল মনপুরা উপজেলার ফকির হাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ব্যবসায়ী সত্যবান সাহা ও ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিনকে ২০০০/- টাকা জরিমানা করেন নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, অন্যান্য ব্যবসায়ীকেও হুঁশিয়ারি প্রদান করেন।
এর আগে ০৯ এপ্রিল হাজিরহাট বাজার মনিটরিং নামেন তিনি মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে ৩৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মনপুরা উপজেলা নিবার্হী জনাব মোঃ অফিসার শামীম মিঞার জানান বাজার নিয়ন্ত্রণ ও জনকল্যাণে এ ধারা অব্যাহত থাকবে।
সান নিউজ/এনকে