সারাদেশ
২০‌ কো‌টি টাকা মু‌ক্তিপণ দাবি

২৪ ঘন্টা পর অপহৃত ব‌্যবসায়ী‌কে উদ্ধার

নিনা আফরিন , পটুয়াখালী: অপহর‌ণের ২৪ ঘন্টা পর পটুয়াখালীর বি‌শিষ্ট ব‌্যবসায়ী শিব‌ু লাল দাস‌কে তার গাড়ির চালক মিরাজ‌সহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

আরও পড়ুন: আমাদের উদ্দেশ্য মহৎ, সফল হবোই

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে অক্ষত অবস্থায় তা‌দের‌ দুইজন‌কে উদ্ধার করা হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন ডি‌বি ও‌সি মোঃ শাহজাহান মিয়া।

তি‌নি জানান, তথ‌্য প্রয‌ুক্তির সহায়তায় দিনভর অভিযান চা‌লি‌য়ে ওই স্থানকে শনাক্ত করা হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে তা‌দের দুইজন‌কে উদ্ধার করা হয়।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বোরকা পড়া এবং অসুস্থ অবস্থায় তা‌দের‌কে ওখা‌নে পাওয়া যায়।

আরও পড়ুন: নিউইয়র্কের রেল স্টেশনে গোলাগুলিতে আহত ১৩

পু‌লিশ সুপার মোহাস্মদ শ‌হিদুল্লাহ জানান, ব‌্যবসায়ী শিবু লাল দাস‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌কে প্রাথ‌মিক চি‌কিৎসার জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বিস্তা‌রিত প‌রে জানানো হ‌বে।

উ‌ল্লেখ‌্য, গত সোমবার রাত ৯টার দি‌কে গলা‌চিপা উপ‌জেলার হ‌রি‌দেবপুর খেয়াঘাট থে‌কে তার ব‌্যবহৃত নিজ গাড়িতে ক‌রে পটুয়াখালী শহ‌রের পুরানবাজারস্থ নিজ বাসার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হন। প‌রে রাত ৯টা থে‌কে ১০টা পর্যন্ত যে‌কোন সম‌য়ে শিবু লাল দাস‌কে অপহরণ করা হয়। রাত ২টার দি‌কে তার ব‌্যবহৃত ফোন দি‌য়ে স্ত্রী বিউ‌টি দাস‌কে ফোন দি‌য়ে ২০‌ কো‌টি টাকা মু‌ক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

এরপর বিষয়‌টি প্রশাসন‌কে জানা‌নো হ‌লে ওই রাত থে‌কে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত জেলার বি‌ভিন্ন স্থা‌নে পু‌লিশ সাড়া‌শি অ‌ভিযান চা‌লি‌য়ে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে উদ্ধার ক‌রা হয়। ত‌বে ওই ভব‌নের আন্ডার গ্রাউ‌ন্ডে শিবু কিভা‌বে আস‌লো এবং এ ঘটনার সা‌থে কে বা কারা জ‌ড়িত সে বিষ‌য়ে পু‌লিশ তাৎক্ষ‌ণিকভা‌বে কিছুই জানায়‌নি।

প্রসঙ্গত, এস‌পি কমপ্লে‌ক্সের মা‌লিক শহ‌রের প্রথম শ্রেণির ঠিকাদার ও ব‌্যবসায়ী গোলাম স‌রোয়ার বাদল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা