আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার (১০ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সচিব ও এস্টেট কর্মকর্তা কামরুজ্জামান মিঞা।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক সহ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহ আরো অনেকে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, জেলার কচুকাটা, জলঢাকা, টেংগনমারী ও সৈয়দপুর ওয়াপদা সহ বিভিন্ন যায়গায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অবৈধ স্থাপনা অপসারনের জন্য মাইকিং ও নোটিশ প্রদান করা হয়েছিল।
কিন্তু এই অবৈধ স্থাপনা তবুও অপসারণ না করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এনকে