পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর আরমান (১৫) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছ পুলিশ। রোববার (১০ এপ্রিল) দুপুর তিনটায় খলিসাখালী খেয়াঘাট সংলগ্ন লাউকাঠী নদীর পাতাবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আরমান বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের কালাম মিয়ার ছেলে।
আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরমান গতকাল দুপুর বারোটায় বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যায়। সন্ধ্যায়ও বাড়ি না ফিরলে তাকে অনেক খোজাখুজি করে পরিবারের সদস্যরা। পরে আজ দুপুরে তার লাউকাঠী নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সান নিউজ/এনকে