এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় দুধের মান পরীক্ষা করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন : জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার বাজার পরিদর্শনকালে বিভিন্ন এলাকার কৃষকদের বিক্রয়ের জন্য নিয়ে আসা দুধের গুণগতমান ল্যাক্টোমিটার দ্বারা পরীক্ষা করেন।
সাইফুল ইসলাম (৩৫) নামে এক দুধ বিক্রেতার প্রায় ২০ কেজি দুধ নষ্ট করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করার কথাও জানান স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার। সাইফুল ইসলাম পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মৃত জহির উদ্দিনের ছেলে।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) বেদেনা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এনকে