খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিনা মূল্যে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন অনুষ্ঠানটি হয়।
আরও পড়ুন: ব্রিটিশ রাজবধূর পরনে বাংলাদেশের পোশাক
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো: আলাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফ নুর মিনি, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোহন, উপজেলার আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ সহ কৃষক গন।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিকসার ও বীজ বিতরণ শুরু করেছে। ধীরে ধীরে সকল কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
সান নিউজ/এনকে