ছবি: সংগৃহীত
সারাদেশ

নারকেলগাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক নারী এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ শাখার সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন: এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাথী দত্ত পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তিনি ৭ ও ৫ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামটের শ্রীঅঙ্গন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী দত্ত প্রতিদিনের মতো এনজিওর ঋণের টাকা সংগ্রহের জন্য ওই বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ উঠানের পাশে থাকা একটি নারকেলগাছ হঠাৎ তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে আশা নগরকান্দার রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, সাথী দত্তের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, একটি নারকেলগাছ চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খুবই মর্মান্তিক।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা