মো কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার : ইলিশা ফেরিঘাটে মেম্বার সালাউদ্দিনের পিটুনিতে আহত দুই ড্রাইভার কে দেখতে ভোলা সদর হাসপাতালে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।
আরও পড়ুন : বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান
বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) পুলিশ সুপার আছাদুজ্জামান হাসপাতালে গিয়ে আহত ড্রাইভারদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং আসামীদের গ্রেফতারের সব্বোর্চ চেষ্টা চলছে বলেও জানান।
প্রসঙ্গত, গত বুধবার ( ৬ এপ্রিল ) দুপুরে ইলিশা ১নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিনের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে ট্রাক এমন অভিযোগ এনে সালাউদ্দিন প্রকাশে কাঠ দিয়ে পিটিয়ে দুই ড্রাইভার কে আহত করেন।
এই ঘটনায় মুহুর্তের মধ্যে সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নিন্দার ঝড় উঠে।
আরও পড়ুন : জনগণই সব ক্ষমতার উৎস
এদিকে, গতকাল বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) আহত লিটন বাদী হয়ে সালাউদ্দিন ও তার সহযোগীর নামে ভোলা থানায় মামলা দায়ের করেন।
সান নিউজ/এইচএন