গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত ৬ ইট ভাটাকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে গুলিতে নিহত ২
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনব্যাপি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
যেসকল ইটভাটাকে জরিমানা করা হয়েছে, গুজিখাঁ বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা, গুজিখাঁ চাচা-ভাতিজা ব্রিকসকে ৮০ হাজার টাকা, রামগোপালপুর এনজিএস ব্রিকসকে ২ লাখ টাকা, রামগোপালপুর শামসু ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা, রামগোপালপুর এসএমসিমি ব্রিকসকে আশি হাজার টাকা ও রামগোপালপুর সাফায়েত ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, ইট ভাটার লাইসেন্স নবায়ন না করা, ইট পুড়ানো ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২০১৩ সনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড করা হয়েছে। গৌরীপুর থানার পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
সাননিউজ/এমআরএস