মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মাহে রমজান উপলক্ষে শহরের সামাজিক সংগঠন বর্ণছাতার ব্যবস্হাপনায় মাসব্যাপী উন্মুক্ত ইফতার শুরু হয়েছে।
আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ
বৃহস্পতিবার (৭ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উন্মুক্ত ইফতার শুরু হয়।
এতে পথচারী, পথশিশু, গাড়ি চালক এবং ইচ্ছে করলে একজন ইফতারে অংশ গ্রহন করতে পারেন। প্রথম দিনে বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী উন্মুক্ত ইফতারের আয়োজনটি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সামাজিক সংগঠন বর্ণছাতার সভাপতি মালেকুন মাকসুদ বিপুল সার্বিক পরিচালনায় রয়েছেন।
আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি
বিপুল বলেন- একের অধিক ব্যক্তির সাথে ইফতার করা সাওয়াবের। বিগত কয়েক বছর যাবত উন্মুক্ত ইফতার আয়োজন করছি। এখানে সকল শ্রেনীর লোকজন ইফতার করতে পারেন।
বিশেষ করে এই ছোট্ট শহরে অনেক লোক ও পথশিশু রয়েছে। তাদের নিয়ে ইফতার করতে পেরে আনন্দ বোধ করি।
সান নিউজ/এইচএন