টেকনাফ প্রতিনিধি : টেকনাফের ক্যাম্পে প্রবেশকালে ২৫২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ
এ ছাড়া ক্যাম্পের বাইরে উখিয়া-টেকনাফের হোটেল-মোটেল ও দোকানসহ বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, শিবিরে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে অবৈধভাবে বাইরে গিয়ে কাজে অংশ নেন তারা। কাজ শেষে বুধবার রাতে কৌশলে ক্যাম্পে প্রবেশকালে সাত ক্যাম্পের ২৫২ রোহিঙ্গাকে আটক করা হয়।
আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি, সংসদকে চিঠি
তারা কীভাবে, কেন শিবিরের বাইরে গেছেন জানতে চাওয়া হয়। বাইরে বিভিন্ন কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেন তারা।
তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বাইরে না যাওয়ার শর্তে সংশ্লিষ্ট মাঝির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সেখানে নজরদারি বাড়িয়েছি।
আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে
পাশাপাশি রোহিঙ্গাদের ত্রাণসহ সব সেবা যাতে শিবিরের ভেতরে আনা হয় সেজন্য দাতা সংস্থাদের প্রস্তাব পাঠানো হবে।
সান নিউজ/এইচএন