সারাদেশ

বাকি টাকা চাওয়ায় আ.লীগ নেতার হামলা

কক্সবাজার প্রতিনিধি: খাবারের বাকি টাকা চাওয়ায় কক্সবাজারের কলাতলীর শালিক রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৩ জন আহত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারামুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান

শালিক রেস্টুরেন্টের কর্ণধার নাছির উদ্দিন জানান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী কারণ—অকারণে তার কাছ থেকে চাঁদা দাবি করেন। পর পর দুইবার তার লোকজন নিয়ে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। সর্বশেষ গত ১ এপ্রিল দুপুর ২টার দিকে মোর্শেদুল হক চৌধুরীর নেতৃত্বে প্রায় ৬০—৭০ জন রেস্টুরেন্টে এসে খাবার খায়। ১০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে তাদের খাবারের বিল আসে ২০ হাজার ৭০০ টাকা। কিন্তু একাধিকবার বিল খুঁজেও কোন সাড়া মিলেনি।

নাছির উদ্দিন আরও জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মোর্শেদুল হক চৌধুরীকে ফোন করে বিল চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে ১০ মিনিট পর আবারও কল দিলে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এবং তার ক্যাডার বাহিনীকে আমাকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। পরে তার নেতৃত্বে প্রায় ৪০—৫০ জন দুবৃর্ত্ত এসে আমার রেস্টুরেন্টে হামলা চালায়। যা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে সংরক্ষিত আছে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোর্শেদুল হক চৌধুরীর নেতৃত্বে একদল অতর্কিত এসে নাছির উদ্দিনকে বেধড়ক মারধর করা হয়। এরপর নাছির উদ্দিনের ভাই হেলাল, কর্মকর্তা রিদুয়ানকে উপর্যুপরি মারধর করে হামলাকারীরা। এ সময় রেস্টুরেন্টে খেতে আসা পর্যটকরা আতংকিত হয়ে পড়ে। দিকবিদিক পালাতে গিয়ে অনেকেই আহত হয়। হামলায় গুরুতর আহত হয় নাছির উদ্দিনের ছোট ভাই হেলাল। তাকে রেস্টুরেন্টের কর্মকর্তা—কর্মচারিরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান শালিক রেস্টুরেন্টের কর্ণধার নাছির উদ্দিন।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা