বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব মালামাল বিতরণ করা হয়।
আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল
কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩হাজার ৬শ কৃষকদের মাঝে বিনামুল্যে পাট বীজ,রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ।
সান নিউজ/এনকে