সারাদেশ

কালকিনিতে মাদ্রাসা ছাত্র হত্যায় অভিযুক্ত গ্রেফতার 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পলাতক মাদ্রাসার বাবুর্চী বোরহান হাওলাদারকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন জো বাইডেন

গতকাল রবিবার (৩ এপ্রিল) কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত আসামী বোরহানকে বগুড়া থেকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৪ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত বাবুর্চী বোরহান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বোরহানের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়ার কারণে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে আদালতকে জানায়।

এদিকে নিহত মাদ্রাসা ছাত্রের পিতা মোঃ হারুন সরদার বলেন, আমার ছেলে খুবই নিরহ ছিল।বোরহান আমার ছেলেটারে মাইরা ফেলছে।এটা পরিকল্পিত হত্যা, আমি এর ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, মাদ্রাসা ছাত্র আরিফুল নিহতের পর থেকেই মাদ্রাসার বাবুর্চী বোরহান হাওলাদার পলাতক ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তাকে বগুড়া হতে আটক করতে সক্ষম হই।পরবর্তীতে আমি সহ এস আই হাসিব তাকে কালকিনি থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। পরে আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে এবং আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সংকট

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মাদ্রাসা ছাত্র আরিফুলের লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃআরিফুল ইসলাম সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি উত্তর কৃষ্ণনগর গ্রামের দারুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার বাবুর্চি বোরহান তাকে ডেঁকে নিয়ে যায়। পরে রাঁতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে মাদ্রাসার পুর্বপার্শ্বে মাদ্রাসার বাবুর্চী মোঃ বোরহান হাওলাদারের বাড়ির সামনে পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা