খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী, লৌহজং নদী, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে
রবিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর, বলারামপুর, রায়ের বাশালিয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় এই অভিযান চালায় ভূঞাপুরের উপজেলা প্রশাসন।
অভিযান চালিয়ে বলরামপুরে একটি, রায়ের বাশালিয়া দুইটি ,কুতুবপুর একটি, জাহাঙ্গীর এর বাড়ির কাছে একটি, পাটিতাপাড়া থেকে একটি,
নজরুল এর ঘাট থেকে দুইটি বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করে দিয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। অভিযান পরিচালনায় সময় ভূঞাপুর থানার পুলিশ ফোর্স।
আরও পড়ুন: রোজায় রেমিট্যান্সের পালে হাওয়া
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাংলা ড্রেজারের পাইপ গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার যারা সমাজ ও দেশের জন্য কাজ করেন তারা আমাকে যদি জানান যে ওই এলাকায় বাংলা ড্রেজার চলছে, আমি তাক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সান নিউজ/এনকে