দিনাজপুর প্রতিনিধি: মহামারি করোনা সংক্রমণের পর প্রায় দুবছর পর ইফতার বেচাকেনা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দিনাজপুরের হিলির রোজাদার ও হোটেল ব্যবসায়ীরা।
ইফতারের আগে হিলি বাজারসহ শহরের বিভিন্ন হোটেল এবং রাস্তার পাশে ইফতারের দোকান ঘুরে দেখা যায়, মানুষ ইফতার নিতে দোকানে ভিড় করেছে। দোকানেও সাজানো আছে নানা আইটেমের ইফতার। অনেক হোটেলে দেখা গেছে, ক্রেতাদের ইফতার দিতে হিমশিম খেতে হচ্ছে। কিছু দোকানে অল্প বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: পাহাড়ি ঢলে হাওরে ধানের ক্ষতির আশঙ্কা
করোনার মধ্যে দুই বছর ইফতারি বেচাকেনা একপ্রকার বন্ধ ছিল। মানুষের মনে বিরাজ করছিল আতঙ্ক। আজ নেই সেদিনের মতো আতঙ্ক। ইফতারির আনন্দ রোজাদাররা ভাগাভাগি করতে পারছে।
হিলি বাজারের ইফতার ব্যবসায়ী নির্মল সংবাদমাধ্যমকে বলেন, আজ রোজার প্রথম দিন। বুট ১০০ টাকা, বুন্দিয়া ১৪০ টাকা কেজি বিক্রি করছেন। বিক্রি ভালো হচ্ছে। আগামীতে আর ভালো ব্যবসা করতে পারবে।
সাননিউজ/জেএস