ফেনী প্রতিনিধি : ফেনীতে ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদেরকে হয়নারীর অভিযোগ উঠেছে খোদ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর উপ কমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদের বিরুদ্ধে। এ নিয়ে ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি ও ফেনী শহর ব্যবসায়ী সমিতিসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আরও পড়ুন : ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট
উদ্ভুত পরিস্থিতিতে শনিবার ( ২ এপ্রিল ) ফেনী চেম্বার অব কমার্সের এক সভায় ক্ষোভের বিষয়টি দৃশ্যমান হয়ে পড়ে। হয়রানীর বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা চেম্বার ও ব্যবসায়ী নেতাদের কাছে নালিশ দিলে তা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন নেতৃবৃন্দ।
আলোচনার মাধ্যমে ভ্যাট কর্মকর্তার হয়রানীর বিষয়টি সমাধান না হলে শিঘ্রই তাকে প্রত্যাহারে প্রয়োজনীয় কর্মসূচী নেয়ার হুমকিও দেন ব্যবসায়ী নেতারা।
ভুক্তভোগী ফেনীর ব্যবসায়ী নেতারা সিনিয়র সচিব মো. নজিবুর রহমান’র ২০১৭ সালে স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের তথ্যর আলোকে জানান, বর্তমানে ফেনীর উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের বিরুদ্ধে ২০১৫ সালে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমীর সহকারী পরিচালক থাকাকালে কর্মস্থলে অনুপস্থিত ও উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে অসংযত আচরণের দায়ে বিভাগীয় মামলা দায়ের হয়।
আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান
ওই মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালক বেগম জাকিয়া সুলতানা তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতার প্রমাণ পান। পরে সরকারী কর্মচারী বিধি মালার ৪(২) এর আলো এবিষয়ে সিনিয়র সচিব মো. নাজিবুর রহমান তার ২ বছরের বার্ষিক বর্ধিত বেতন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন।
অসংলগ্ন ও অসংযত আচরনের জন্য দন্ডিত হওয়ার পরও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ফেনীর দায়িত্ব পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন। তিনি পূর্ব নোটিশ ছাড়াই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আইন ও শৃংখলা বহির্ভূত কার্যক্রমে জড়িত হয়ে ব্যবসায়ীদের সাথে অসদাচরণ করে যাচ্ছেন।
আরও পড়ুন : সরকার সংবিধান লঙ্ঘন করেছে
ফেনী চেম্বার অব কর্মার্স সভাপতি আইনুল কবির শামীম জানান, আমরা সবাই ভ্যাট আগেও দিয়েছি এখনও দিচ্ছি এবং আগামীতেও দেবো। এক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের ভ্যাট হিসেবে গরমিল অথবা বকেয়া থাকলে সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবসায়ী সংগঠনকে বিষয়টি অবহিত করে সহযোগিতা নিতে পারেন। কিন্তু ফেনীর উপকমিশনার তা না করে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জবরদস্তি, অসদাচরণ ও শৃংখলা বিরোধী কাজ করে ব্যবসায়ীদের অপমান করে চলেছেন। তার মনে রাখা উচিৎ ব্যবসায়ীরা চোর নয়; সকল ব্যবাসয়ী সরকারী নিয়ম মোতাবেক ভ্যাট দিয়ে থাকেন। ভুল বুঝাবুঝি হলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান হবে।
আরও পড়ুন : ইউক্রেনের গণকবরে ২৮০ মরদেহের সন্ধান
তিনি একটি রেস্টুরেন্টে গিয়ে চলমান অবস্থায় লাইট বন্ধ করে এক ঘন্টা পর্যন্ত সবাইকে আবরুদ্ধ করে রেখেছেন। বিসিকের একটি বন্ধ কারখানায় তিনি দেয়াল টপকিয়ে প্রবেশ করে তিনি ব্যবসায়ীদেরকে কি ম্যাসেজ দিতে চাচ্ছেন সেটি আমাদের বোধগম্য নয়। এমতাবস্থায় আমরা তার বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় কর্মসূচী হাতে নিচ্ছি।
এদিকে অভিযুক্ত ভ্যাট উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, আমি যাহাই করছি আইনের মধ্যে থেকেই করছি। কোন প্রতিষ্ঠানে গিয়ে আমি কি করেছি সেটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাই বলে দেবে। সরকারী ভ্যাট আদায়ে কার্যকর ভূমিকা পালন করায় ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে।
সান নিউজ/এইচএন