বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নেওয়ার অভিযোগে সুমাইয়া আক্তার নামে এক নারী দালালের দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মেট্রোপলিটন পুলিশের একটি দলের সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।
আরও পড়ুন: খুলনায় মশার উপদ্রবে মশারি মিছিল
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দীর্ঘদিন ধরে ভুল বুঝিয়ে বা জোর করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো এমন তথ্যের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে সুমাইয়া আক্তার নামে ওই নারী তার অপরাধের কথা স্বীকার করেন। পরে তাকে এ অপরাধের জন্য দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া ছেড়ে দেওয়া হয়।
সাননিউজ/জেএস