খুলনা প্রতিনিধি: নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষার দাবিতে মশারি মিছিল ও সমাবেশ করেছে খুলনা নাগরিক সমাজ।
শনিবার (২ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্ক থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে শহীদ ডক্টর মিলন চত্বরে সমাবেশ করে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল হাওলাদারের পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা শাহ লায়েক উল্লাহ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনার জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, হাবিব হোসেন প্রমুখ।
আরও পড়ুন: মঞ্চ কাঁপাচ্ছেন ময়ূরী
এসময় আ ফ ম মহসীন বলেন, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। কিন্তু খুলনা সিটি করপোরেশন যথাযথভাবে মশা নিধন করতে পারছে না। মশার উপদ্রবে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়াও করতে পারছে না।
সাননিউজ/জেএস