হবিগঞ্জ প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে জন্ম নেওয়া ইতিহাসবিদ, বহু গ্রন্থের লেখক সৈয়দ আব্দুল্লাহ।
শুক্রবার (১ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। শনিবার (২ এপ্রিল) দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন:
সৈয়দ আব্দুল্লাহ তরফ সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ওপর গবেষণা করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তৃণমূল মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে তিনি পেনশনের টাকা দিয়ে পাঠাগার প্রতিষ্ঠা করেন।
প্রসঙ্গত, পলাশিযুদ্ধ থেকে একাত্তরের মুক্তিসংগ্রাম পর্যন্ত সংগ্রামের ইতিহাস ও ইতিহাসের নায়কদের নিয়ে সৈয়দ আব্দুল্লাহ বহু গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন। তার সাড়া জাগানো গ্রন্থ ‘সিলেটে বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুকে নিয়ে আঞ্চলিক ইতিহাসভিত্তিক গ্রন্থ দেশে এটাই প্রথম।
সাননিউজ/জেএস