সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধর গ্রামের একটি বাড়িতে শনিবার (২ এপ্রিল) সকালে গরু চুরি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে একটি বাড়িতে গোয়ালঘরে হানা দেয় চোরেরা। বাচ্চু মিয়া ও তার সঙ্গীরা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে খিল আটকানো থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ বাড়িতে ব্যর্থ হয়ে পাশের বাড়িতে চুরি করতে যায় চোরেরা। কিন্তু কুকুর ঘেউ ঘেউ শুরু করলে বাড়ির লোকজন জেগে ওঠেন।
এসময় বাড়ির লোকজন শুনতে পান গোয়ালঘরের পাশে কে যেন জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ঘরের লোকজনের ফোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। তারা এসে দেখেন কাদামাটি গায়ে লেগে থাকা এক ব্যক্তি (বাচ্চু) মাটিতে পড়ে রয়েছেন।
আরও পড়ুন: বুবলীর সঙ্গে রাজ!
তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি মেম্বারকে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই বাচ্চু মারা যান। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘নিহত বাচ্চু একজন চিহ্নিত ডাকাত ছিলেন। মোগলাবাজার থানায় তার নামে ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় চার থেকে সাড়ে চার বছর জেল কেটে চারমাস আগে ছাড়া পান। জেল থেকে বের হয়ে ডাকাতদলে ভিড়তে না পেরে সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।’
সাননিউজ/জেএস