সারাদেশ

মাদারীপুরে ১২ দিনেও মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিখোঁজ হওয়ার ১২ দিন পেরিয়ে গেলেও এক মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি। সন্তানকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পড়েছে পুরো পরিবারটি। এই ঘটনায় গত ২৭ মার্চ মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছে নিখোঁজ ছাত্রের পরিবার। সরকারের কাছে নিখোঁজ মাদ্রসা ছাত্রের পরিবার দ্রুত তাদের সন্তানের সন্ধানের দাবী জানিয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের বাড়ি থেকে একই ইউনিয়নের উত্তর হোগলপাতিয়া গ্রামের ‘উদ্যম ইয়াতীম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসা’র শিক্ষার্থী রিফাত খান মাদ্রসায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রিফাতের বাবা আবদুল লতিফ খান গত ২৭ মার্চ মাদারীপুর সদর থানায় একটি জিডি করেন। কিন্তু গত ১২ দিনেও তাদের সন্তানের কোন খোঁজ না পেয়ে পুরো পরিবার এখন শোকে স্তব্দ হয়ে গেছে। তারা পুলিশ ও সরকারের কাছে দাবী জানিয়েছে, দ্রুত নিখোঁজ মাদ্রাসা ছাত্র রিফাতের সন্ধান করে পরিবারের কাছে যেন সরকার ফিরিয়ে দেয়।

নিখোঁজের বাবা আবদুল লতিফ খান বলেন, ‘আমার কারো সাথে কোন শত্রুতা নেই। আমার ছেলেটি বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ। কোথাও তাকে খুজে পাচ্ছি না। ছেলেকে না পেয়ে গত ২২ মার্চ তারিখ থেকে আমরা পাগল হয়ে গেছে। এখন মাথায় কিছুই আসে না।’

রিফাতের বড় বোন রোজিনা বেগম বলেন, ‘আমার ভাইকে কোথাও খুজে পাচ্চি না। আমাদের সব আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ নিয়েছি। এখন আল্লাহ জানে কী হয়েছে। আমি আমার ভাইকে খুঁজে আমাদের কাছে দেওয়ার দাবী করছি। সরকার যেন আমার ভাইকে এনে দেয়।’

আরও পড়ুন: হঠাৎ অস্থির চালের বাজার

এই বিষয়ে ‘উদ্যম ইয়াতীম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসা’র প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ বলেন, ‘গত ২১ মার্চ তারিখে রিফাত মাদ্রসা থেকে বাড়ি যায়। এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।’

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানিয়েছেন, ‘মাদ্রসা ছাত্র রিফাত খানের নিখোঁজ নিয়ে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখছি, আসলে কী হয়েছে?

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা