হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান ‘পল্লী প্রত্যাশার’ উদ্যোগে (০২ এপ্রিল) শনিবার সকালে গ্রামীণ বিধবা দরিদ্র নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা, দুই আসামি গ্রেফতার
গৌরীপুর উপজেলার সূর্যকোনা গ্রামের বিধবা ফাতেমা বেগমকে দারিদ্র বিমোচন ও বাঁশ বেতের কুঠির শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের জন্যে নগদ ৫০০০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন পল্লী প্রত্যাশার চেয়ারম্যান হাবিবুর রহমান।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের তাঁত তত্ত্বাবধায়ক মোঃ শহিদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী প্রত্যাশার নির্বাহী পরিচালক শেখ ফারুক আহাম্মদ, পরিচালক শরীফ হোসেন, ব্যবস্থাপক আসাদুজ্জামান, বেসরকারি সংস্থা আড্রা বাংলাদেশ গৌরীপুর শাখার ব্যবস্থাপক বাবুল বি. গোমেজ, স্বপন মিয়া, শ্রী ভজন চন্দ্র শীল, জিয়াউর রহমান, নাদিমুল হাসান প্রমুখ।
এসময় পল্লী প্রত্যাশার চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, অস্বচ্ছল বিধবা নারীদের দারিদ্র্য বিমোচন ও কর্ম সংস্থানের লক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের একযোগে কাজ করা উচিৎ।
সান নিউজ/এনকে