এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজার শহরে আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্র রিদুয়ান ছিদ্দিক হত্যা মামলার দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব ১৫ এর সদস্যরা।
আরও পড়ুন: রোজা শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়
শুক্রবার ( ১এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছাড় টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের পুত্র হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের পুত্র কামাল হোসাইন (২৪)।
সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ও ওই এলাকার বাসিন্দা মোঃ রিদুয়ান সিদ্দিককে উপর্যুপরি ছরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু করে র্যাব। অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার পৃথক অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি হেরাম আল ছোটন ও কামাল হোসাইনকে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের দল। অভিযানে রক্তের দাগ লেগে থাকা একটি টি-শার্ট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামিরা এমনটি জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধে প্রকাশ্যে মোঃ রিদুয়ান সিদ্দিককে হত্যা করা হয়। তাকে ফিল্মি স্টাইলে গলায়, বুকে ও পিটে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার থেকে এখনো প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
গ্রেফতার আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় রুজুকৃত মামলা গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
সাননিউজ/এমআরএস