নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীতে বারুনী স্নান ও তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। গত বুধবার হতে শুক্রবার বিকেল পর্যন্ত চলে এই মেলা। স্নানে নারী পরুষ বৃদ্ধ সকল বয়সের হিন্দু সম্প্রদায়ের মানুষজন অংশ নেয়। এ উপলক্ষে নদীর পাশে অস্থায়ি বারুনী মেলা।
আরও পড়ুন: লোকটার সবই আছে কিন্তু বুদ্ধি নেই
প্রতি বছর চৈত্র মাসে বারুনী তিথিতে বারুনী স্নান করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। সে অনুসারে ঠাকুরগাঁও জেলায় সেনুয়া নদীর তীরে বুধবার হতে শুক্রবার পর্যন্ত তিন দিন ব্যাপী বারুনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজারও হিন্দু ধর্মাবলম্বী মানুষজন অংশ নেন। তারা সেনুয়া নদীতে স্নানের মাধ্যমে বারুনী উৎসব পালন করে।
পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে ‘গঙ্গা মায়ের মন্দির’ প্রাঙ্গনে এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ফুল পাখি,মাটির তৈজষপত্র সহ জিলাপী নাগদোলা ইত্যাদির পসরা বসানো হয়। নদীতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে পূজা, আর্চনা, অর্পন করতে দেখা যায়। এর মাধ্যমে পরিবারের পিতা-মাতাসহ যারা পরলোকগমন করেছেন তাদের জন্য মঙ্গল কামনা করা হয়।
আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে নিহত ৩
বারুনী উৎসবের পরিচালক বিজয় কুমার রায় বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুনী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এ তিথিতে গঙ্গা স্নান করে এক মনে ইশ্বরের কাছে ক্ষমা প্রার্থণা করলে ইশ্বর সব পাপ ক্ষমা করে দেয় এবং ইশ্বরের অপার কৃপা লাভ করা যায়।
সান নিউজ/এনকে