আমিরুল হক, নীলফামারী : গরীব চিকিৎসা সেবা সংগঠনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!
শুক্রবার (১ এপ্রিল) সকালে শহরের বাশঁবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধপ্রত্র প্রদাণ করেন।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজ। রোগীদের সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. মাহেরুখ সাদী হেনা, শিশু বিশেষজ্ঞ ডা. তারেক, মেডিসিন বিশেষজ্ঞ রাইসুল কবির প্রমুখ।
আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সংগঠনের সাধারন সম্পাদক মো. শাহজদার নেতৃত্বে জোয়েব, রাশেদ, নেয়াজ আহমেদ, আরজুসহ ৪০ জন সদস্য উপস্থিত থেকে সেবা প্রত্যাশিদের সেবা নিতে সার্বিক সহযোগিতা করেন।
সান নিউজ/এইচএন