ময়মনসিংহ প্রতিনিধি :
পুকুরে জাল ফেলতেই উঠে এলো রুই মাছ। জাল টানলে মাছ উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু বিপত্তিটা ঘটল অন্যখানে। জাল কাছে টানতেই জেলেরা দেখলেন রুইমাছের মধ্যে আটটি ছিদ্র।
সেই ছিদ্রগুলো সবুজ সুতায় সেলাই করা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে গ্রামে। এ ঘটনায় পুরো গ্রামে বিরাজ করছে কবিরাজি আতঙ্ক।
রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ময়মনসিংহের উচাখিলা ইউপির বীর চরোকোনা গ্রামে।
ওই গ্রামের রুপন আকন্দ বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। বিক্রির উপযুক্ত হলেই পুকুর থেকে মাছ বিক্রি করেন।
রবিবার সকালে তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেন। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধরতে থাকেন। একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে একটি রুই মাছ। সবার চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে আটটি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।
পুকুরের মালিক আকন্দ বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেয়া হয়েছে। তবে এই অবস্থায় মাছটি কতদিন বেঁচে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে এটা করা হতে পারে।
সান নিউজ/সালি