বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৩১ মার্চ ২০২২ ১৩:৪৯
সর্বশেষ আপডেট ৩১ মার্চ ২০২২ ১৩:৫১

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারনে অনেক বড় লোকসানের কবলে পড়েছে ঠাকুরগাঁও জেলার ঠিকাদাররা। তাই এত উঁচু মূল্যে উন্নয়ন কাজ করতে গিয়ে হাফিয়ে উঠেছেন। তাই ঠিকাদারি কাজের সামগ্রির মূল্য কমাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

আরও পড়ুন: শিক্ষাবিদরা ভিসি হতে চান না

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও ঠিকাদার কল্যাণ সমিতি।

মানববন্ধনে সমিতির আহ্বায়ক বেলাল হোসেন বলেন, ঠিকাদারির কাজের নির্মাণ সামগ্রির ব্যয় বেড়েছে। কিন্তু প্রাক্কলিত ব্যয় বাড়েনি। আমরা আর পারছি না। এমন অস্বাভাবিক হারে দাম বাড়ার কারনে আমরা ঠিকাদাররা চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।

ঠিকাদার মুরাদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে ঠিকাদারি কাজ করে সরকারের উন্নয়ন কাজ করে আসছি। বর্তমানে রডের দাম বেড়েছে ৬২ টাকা থেকে ৯২-৯৩ টাকা। ৪০০ টাকার বিটুমিন ৫৮০-৬০০ টাকা।

প্রতি ব্যারেল বিটুমিন ৭ হাজার টাকা থেকে ১১ হাজার ২০০-১২ হাজার টাকা। ইটের মূল্য বেড়েছে ৭০০০ হাজার থেকে ১২ হাজার টাকা। এছাড়াও ঢেউটিন, এঙ্গেল, পাতি, প্লেনসিট হার্ডওয়্যার সামগ্রীর মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ঠিকাদার কল্যান সমিতির সদস্য মতিউর রহমান, বেলাল হোসেন সহ অন্যান্য ঠিকাদাররা।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি’তে স্বাধীনতা দিবস উদযাপন

এ সময় ঠিকাদাররা নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় বাড়ানোর দাবি জানান। নির্মাণ কাজ সামগ্রীর মূল্য কমানোর দাবি জানান এবং জরিমানা ব্যতিত কাজের সময়সীমা বৃদ্ধির দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ঠিকাদাররা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা