কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : ‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজান উপলক্ষে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চরাঞ্চল দুর্গত ও নিম্নবিত্ত ২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: চরফ্যাশনে এক ব্যক্তির এক্সরে রিপোর্ট দু’রকম
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় চর বাগুয়া হকের চরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি প্যাকেজে ৫কেজি চাল, ৪কেজি আটা, ১কেজি চিনি, ১কেজি ডাল ও ১লিটার তেল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জিয়াউর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোর্শেদুল আলম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান, সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বারী মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আবু সায়েম প্রমূখ।
সান নিউজ/এনকে