বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা থেকে বুধবার (৩০ মার্চ) দুপুরে হরিণের মাংসসহ জুবায়ের হোসেন নামে যুবককে আটক করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা মঠেরপাড় বটতলায় ওৎপেতে থাকে।
আরও পড়ুন: চট্টগ্রামে টিকার আওতায় ৯৪ শতাংশ মানুষ
এ সময় সন্দেহ হলে মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটরসাইকেল চালককে আটক করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।
তিনি জানান, জুবায়ের পেশাদার হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। এ ঘটনায় বণ্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটক জুবায়রকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/জেএস