কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শেড থেকে বুধবার (৩০ মার্চ) দুই ধাপে ভাসানচর উদ্দেশে রওনা হন আরও ১৫৪৪ জন রোহিঙ্গা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কক্সবাজারের আশ্রয় শিবির থেকে ১৩ দফার ২য় দিনের প্রথম ধাপে ১০২২ জন এবং ২য় ধাপে ৫২২ জন রোহিঙ্গাকে প্রথমে চট্টগ্রাম ও বৃহস্পতিবার সকালে সেখান থেকে ভাসানচরে নেয়া হবে।’
আরও পড়ুন: বিশ্বে ছড়িয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, মঙ্গলবার পর্যন্ত নোয়াখালীর ভাসানচরে ২৬ হাজার রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে। সরকার ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
সাননিউজ/জেএস