শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধকরণে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য সমূহ, সাম্প্রদায়িকতা, প্রতিহিংসা ও অপরাজনীতি, অপপ্রচার, গুজব, বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: খাবারের স্বর্গ বাংলাদেশ
মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যেগে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে মাদারীপুর আড়িয়াল খা নদের পাড়ে দরগাহ শরীফ কলোনী মাঠে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ মহিলা সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে উডস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন।
মাদারীপুর জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক মোঃ মুহিদ উদ্দিন মোল্লা,মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার প্রমুখ।
অনুষ্ঠানে নারীদের প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সান নিউজ/এমকেএইচ