রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৯ মার্চ ২০২২ ১২:২৭
সর্বশেষ আপডেট ২৯ মার্চ ২০২২ ১২:২৭

টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলা স্কুল বড়মাঠে টিসিবির পণ্য বিতরণকালে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।

আরও পড়ুন: বাম ভাইদের হরতালে ট্রাফিক জ্যাম ছিল

পৌর কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী টিসিবির পণ্য বিতরণ করার কথা থাকলেও সাড়ে ৩ ঘন্টা পর শুরু হয় পণ্য বিতরণ। পণ্য বিতরণের সময় দেখা যায় নিম্ন ও মধ্য বৃত্ত পরিবারকে। কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অর্ন্তভুক্ত করা হয় শহরের বৃত্তবানদের। প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি সোয়াবিন তেল, মসুর ডাল ডাল ও ২ কেজি চিনি প্রদান করা হয়। এ সময় ইটভাটা মালিক, সরকারি চাকুরিজীবী, দ্বিতল ভবনের মালিকরা কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের বরাদ্দের পণ্য তুলছেন। ওজনে কম, ক্রেতাদের সাথে ডিলাররা খারাপ আচরণ করছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

পণ্য কিনতে আসা অনেকেই অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে টিসিবির পণ্য পাওয়া যায় না। ৩/৪ ঘন্টা অপেক্ষায় থাকার পর বলে পণ্য শেষ। কিছু বললেই খারাপ আচরণ করে ডিলাররা।

অভিযোগ রয়েছে, আগে বিত্তবানদের দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। তারপর নিন্ম বিত্তদের। দেওয়া হয়। তাও আবার অনেকেই ওজনে কম। সারাদিন কাজ বাদ দিয়ে টিসিবির পণ্য জন্য বসে থাকি। গাড়ি আসা মাত্রই বড় লোকদের আগেই দেয়। পরে বলে পণ্য শেষ।

আরও পড়ুন: সাভারে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকার জানান, হয় তো কোনভাবে ভুল হয়েছে সে কারণে বিত্তবানরা মালামাল পাচ্ছে। ইচ্ছাকৃত আমরা তা করিনি বলে জানান তিনি।

এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, অল্প সময়ে তাড়াহুড়া করতে গিয়ে তাদের নাম তালিকা চলে এসেছে। পরবর্তীতে সেই নামগুলো যাচাই বাছাই করে বাতিল করা হবে।

উল্লেখ্য, গত ২০ মার্চ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্ডধারিদের টিসিবি পণ্য বিতরণ শুরু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা