ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় খেলার মাঠ এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে।
আরও পড়ুন: জেলেদের নৌকায় মিললো হরিণের মাংস
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বখাটে প্রদীপ, রাফি ও শিমুল সঙ্গে ছুরি নিয়ে ঘোরাফেরা করতো। তারা স্থানীয় এক মেয়েকে প্রায় সময় ইভটিজিং করতো।
আজ সন্ধ্যায় রাফি তাদের ওই মেয়েকে ইভটিজিং না করার অনুরোধ করেন। এ নিয়ে রাফির সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়৷ একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাননিউজ/জেএস