যশোর প্রতিনিধি: যশোরে সদর উপজেলার ডাকাতিয়া গ্রাম থেকে একটি বড় জাতের বনবিড়াল উদ্ধারের পর সোমবার (২৮ মার্চ) দুপুরে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের কর্মীরা সেটিকে বনে অবমুক্ত করেছে।
সংস্থার নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ জানান, দুপুরে কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে একটি বনবিড়াল ধরা পড়ে। খবর পেয়ে সেখান থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। পরে সেটি বনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২
এ সময় উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, ভলেন্টিয়ার কমান্ডার নূর তাজুল ইসলাম নাহিদ, সুমন, বেলাল, রুহিন হোসেন, ছোট সুমন ও দ্বীন ইসলাম।
সাননিউজ/জেএস