মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার সমষপুর বাসস্ট্যান্ড থেকে ৩০১ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হল- মো. শরিফুল ইসলাম শফি ও মো. রানা মোল্লা।
আরও পড়ুন: শপিংব্যাগে মিললো জীবিত নবজাতক
সোমবার বিকেলে র্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) এর কমান্ডিং অফিসার (স্কোয়াড্রন লিডার) শাহরিয়ার ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সমষপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সম্রাট স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ৩০১ পিস ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
সাননিউজ/জেএস