যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় রেল লাইনের পাশে শপিংব্যাগে করে ফেলে যাওয়া এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামে এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেল ক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের কাছে গেলে দেখতে পান এক নবজাতক ব্যাগের ভেতর নড়াচড়া করছে। দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান রানুর সহযোগিতায় নবজাতককে হাসপাতালে ভর্তি করান।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন ফরহাদ বলেন, নবজাতকটি পুরোপুরি সুস্থ আছে। এখনো তার পরিচয় জানা যায়নি।
সাননিউজ/জেএস