নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ইউএনও পরিচয়ে মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
আরও পড়ুন : আত্মত্যাগ বৃথা যেতে পারে না
এ বিষয়ে ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলাম জানান, গত ২৬ মার্চ দুপুরে ইউএনও পরিচয়ে আমার ফোনে কল আসে। অপর প্রান্ত হতে বলা হয়, তোমার ওয়ার্ডে কয়টি মিষ্টির দোকান আছে? তুমি মিষ্টির দোকানে যাও এবং তাদের সঙ্গে আমার মোবাইল ফোনে যোগাযোগ করিয়া দাও। আমি তাহার কথামতে ৬টি মিষ্টির দোকানের মালিকের সাথে যোগাযোগ করি। এ সময় তাাদের কল করে বলে যে, ব্যবসা করতে হলে ৩০/৪০ হাজার টাকা দাও। আর না দিলে প্রতি দোকানে লক্ষাধিক টাকা জরিমানা করা হবে।
এ নিয়ে শনিবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলাম বাদী হয়ে অপরিচিত মোবাইল নং উল্লেখ্য করে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ (তদন্ত) তিনি বলেন, হ্যা এ রকম একটি অভিযোগ আমি পেয়েছি। তবে ডিউটি অফিসারের কাছে ছিল কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা বলতে পারছি না।
আরও পড়ুন : বাম জোটের হরতাল শুরু
উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ বলেন, আমার পরিচয়ে কেউ চাঁদা দাবি করবে এটা মেনে নেওয়া যায় না। ভুয়া ইউএনও সেজে যে চাঁদা দাবি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সান নিউজ/এইচএন