ভোলা প্রতিনিধি: ভোলা শহরের ভদ্রবাড়ি শ্রী শ্রী হরি মন্দিরে চুরির ঘটনায় চুরি যাওয়া ১০টি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পূজায় ব্যবহৃত পিতলের বিভিন্ন সামগ্রীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ মার্চ) ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।
আরও পড়ুন: তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১
তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোনো এক সময়ে ওই মন্দিরের চুরির ঘটনা ঘটে। এরপর মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরি ঘটনার সঙ্গে জড়িত ওই ৩ জনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে মাটির নিচে ও সেপটিক ট্যাংকির ভেতর থেকে চুরি যাওয়া ১০টি প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পিতলের সামগ্রী উদ্ধার করা হয়।
সাননিউজ/জেএস