রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার (২৬ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: টার্গেট ছিল টিপুকে হত্যা, প্রীতি নয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার জানান, শনিবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার মো. রফিকের বসতঘরে তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে মো. রফিক আগেই বাড়ি থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পলাতক আসামি মো. রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ