আমিরুল হক, নীলফামারী: ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতে চেক সংক্রান্ত মামলার রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমেদ কায়সারকে (৫৯) গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। গত শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুর উপজেলার ওয়াপদা হাজীপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
আরও পড়ুন: হাসপাতালে পরীমনি
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে গত ২০১৫ সালে অর্থ আত্মসাৎ বিষয়ে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে চেক সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে হাজিরা দেয়ার নির্দেশ দিলেও সে থাকে অনুপস্থিত। অবশেষে মামলার স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে তার অনুপস্থিতিতে চলতি বছরের ৩১ জানুয়ারি রায় দেন আদালতের বিজ্ঞ বিচারক।
এতে তার এক বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে আসামি মোস্তাক আহমেদ কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই পরোয়ানাটি নীলফামারী পুলিশ সুপারের মাধ্যমে থানায় আসে গত ১৯ মার্চ। পরোয়ানাটি তামিল করতে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মো. সাহিদুর রহমান পলাতক আসামি মোস্তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু সে থাকে ধরাছোঁয়ার বাইরে।
আরও পড়ুন: বলিউডের যেসব সিনেমা অস্কারে
অবশেষে নিয়োগ করা হয় সোর্স। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে উপ- পরিদর্শক সাহিদুর রহমান ও আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা সড়কের রাস্তার পাশে থেকে আসামি মোস্তাক আহমেদ কায়সারকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমকেএইচ